অসলো: চরম মুসলিম বিদ্বেষী যুবক অ্যান্ডারস বেহরিং ব্রেইভিকের পছন্দের দল অভিবাসী বিরোধী ডানপন্থী প্রগ্রেসিভ পার্টি দেশটির স্থানীয় পরিষদ নির্বাচনে গত নির্বাচনের তুলনায় এক তৃতীয়াংশ কম ভোট পেয়েছে।
ব্রেইভিক সাত সপ্তাহ আগে নরওয়ের উটোয়া দ্বীপে বোমা হামলা চালিয়ে এবং গুলি করে ৭৭ জনকে হত্যা করেন।
প্রায় সব ভোট গণনা শেষে দেখা গেছে, রক্ষণশীল দল বড় ব্যবধানে জিতেছে। রক্ষণশীল দল ২৮ শতকরা ভাগ এবং প্রগ্রেসিভ পার্টি ১৯ভাগ ভোট পেয়েছে।
ব্রেইভিকের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ক্ষমতাসীন লেবার পার্টি এই নির্বাচনে সামান্যই লাভবান হয়েছে। গত নির্বাচনের তুলনায় দুই ভাগ বেশি ভোট পাওয়ায় তাদের ভোটসংখ্যা দাঁড়িয়েছে শতকরা ৩২ ভাগ।
জোটভ্ক্তু বামপন্থী সোশ্যালিস্ট পার্টি ২০০৭এর নির্বাচনে যেখানে ৬ভাগ ভোট পেয়েছিল, সেখানে এবার তারা পেয়েছে শতকরা ৪ ভাগ ভোট।
ব্রেইভিক স্বীকার করেছেন, তিনি ২২ জুলাই নরওয়ের রাজধানী অসলোতে সরকারি অফিসে বোম হামলা চালিয়ে এবং উটোয়া দ্বীপে গুলি করে ৭৭ জনকে হত্যা এবং একশো ৫১ জনকে আহত করেন।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১