চেন্নাই: ভারতের চেন্নাইয়ের নিকটে দুটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
দুর্ঘটনায় ১৫ জন যাত্রী নিহত ও ১৭ জন গুরুতর আহত হয়েছেন। মোট আহত ৮০ জন যাত্রীকে তাৎক্ষণিকভাবে অ্যারাকোনাম সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে চেন্নাই মূল শহর থেকে ৮০ কিলোমিটার দূরে অ্যারাকোনাম ও চিতেরির মধ্যবর্তী স্থানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চেন্নাই বিচ-ভেলোরে লোকান ট্রেনটি অ্যরাকোনাম-কাতপাদি যাত্রীবাহী ট্রেনকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ওই ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। অনেক যাত্রী লাইনচ্যুত বগির মধ্যে আটকা পড়েছেন।
দুর্ঘটনার পর চেন্নাইয়ের ট্রেন যোগাযোগে বিঘ্ন দেখা দিয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১