ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের চেন্নাইয়ে দুই ট্রেনে সংঘর্ষ, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১
ভারতের চেন্নাইয়ে দুই ট্রেনে সংঘর্ষ, নিহত ১৫

চেন্নাই: ভারতের চেন্নাইয়ের নিকটে দুটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।



দুর্ঘটনায় ১৫ জন যাত্রী নিহত ও ১৭ জন গুরুতর আহত হয়েছেন। মোট আহত ৮০ জন যাত্রীকে তাৎক্ষণিকভাবে অ্যারাকোনাম সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে চেন্নাই মূল শহর থেকে ৮০ কিলোমিটার দূরে অ্যারাকোনাম ও চিতেরির মধ্যবর্তী স্থানে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চেন্নাই বিচ-ভেলোরে লোকান ট্রেনটি অ্যরাকোনাম-কাতপাদি যাত্রীবাহী ট্রেনকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ওই ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। অনেক যাত্রী লাইনচ্যুত বগির মধ্যে আটকা পড়েছেন।

দুর্ঘটনার পর চেন্নাইয়ের ট্রেন যোগাযোগে বিঘ্ন দেখা দিয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।