এভারেস্টে উঠতে পর্বতারোহীদের কাছে এটি অতি জনপ্রিয় একটি চূড়া। ২০১৫ সালে নেপালে ভূমিকম্পের ফলে এই অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে ধারণা করা হচ্ছে, যার রেশে এই ধসে পড়ার ঘটনা।
দক্ষিণ-পূর্ব অংশের প্রায় খাড়া ১২ মিটারের (৩৯ ফুট) এই বর্ধিতাংশটিকে চূড়ায় ওঠার আগে সর্বশেষ বড় ধরনের বাধা হিসেবে বিবেচনা করা হতো। চূড়ার নামকরণ করা হয় স্যার এডমন্ড হিলারির নামে; যিনি এটি জয় করেন ১৯৫৩ সালে।
সম্প্রতি ব্রিটিশ পর্বতারোহী টিম মোসেডালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, একটি যুগের পরিসমাপ্তি ঘটলো।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, মে ২২, ২০১৭
আইএ