বাগদাদ: ইরাকের দক্ষিণাঞ্চলের একটি ছোট শহরে বুধবার একটি বোমা বিস্ফোরণে ২৫জন আহত এবং ১৩ জন নিহত হয়েছে। পুলিশের সূত্র একথা জানিয়েছে।
সূত্র জানায়, রাজধানী বাগদাদ থেকে একশো কিলোমিটার দক্ষিণের হিলার ঘনবসতি পূর্ণ এলাকা আল হামজায় সকালে একটি রেস্টুরেন্টের বাইরে কফির দোকানে এই গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে।
এদিকে, ইরাকের পশ্চিমাঞ্চলে একটি সেনা বাসে বোমা বিস্ফোরণে ১৫জন সেনা নিহত এবং ২০জন আহত হয়েছে। যেহাইর আল খাফাজি নামের একজন চিকিৎসক জানান, বুধবার সকাল ৮টার আগে এই বোমা বিস্ফোরণ ঘটে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১১