ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে জঙ্গি হামলার অবসান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১১
কাবুলে জঙ্গি হামলার অবসান

কাবুল: আফগানিস্তানের সরকার জানিয়েছে, কাবুলে জঙ্গি হামলার অবসান হয়েছে এবং সব হামলাকারী নিহত হয়েছে।

 ব্যাপক চেষ্টার পর আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী বুধবার এই হামলা প্রতিহত করতে সক্ষম হয়।


বার্তা সংস্থা এফপির  সাংবাদিক কাবুল থেকে জানান, তিনি বুধবার সকালেও ভারী বোমা হামলার শব্দ শুনেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকী জানান, আফগান নিরাপত্তা বাহিনী জঙ্গিদের হাত থেকে ওই ভবনগুলোকে মুক্ত করতে রাতভর তীব্র হামলা চালিয়েছে। ওই সমন্বিত হামলায় ৮ জঙ্গি জড়িত ছিলে বলে ধারণা হরা হচ্ছে।

সিদ্দিকী এএফপিকে জানান, চার বেসামরিক ব্যক্তি এবং এবং তিনজন পুলিশ এই হামলায় নিহত হয়েছে।   আইএসএফের মুখপাত্র কর্নেল জিমি  কামিংস জানান, নয়জন আহত হয়েছে ১১জন নিহত হয়েছে। তাদের মধ্যে তিনটি শিশু রয়েছে।

কামিংস জানান নিহতরা সবাই বেসামরিক ব্যক্তি। এর এর আগে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকী জানিয়েছিলেন নিহতের সংখ্যা ১৪।   এর মধ্যে তিনজন পুলিশ রয়েছে।         

২০০১ সালের হামলার পর ন্যাটো বাহিনী তালেবানদের প্রতিহত করার পর এটি আফগানিস্তানের সবচেয়ে সুরক্ষিতএলাকা।

মঙ্গলবার বিকেলে আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান জঙ্গিরা বোম ও ভারী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) সদর দপ্তর, মার্কিন দূতাবাস এবং আফগান গোয়েন্দা সংস্থায় এই সমন্বিত হামলা চালিয়েছিল।

এই হামলার পর এটাই প্রমাণিত হয় দেশটির আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এতে আরও একটি প্রশ্ন সামনে এসেছে যে, আগামী বছরের জুলাইয়ে ওই শহরের নিরাপত্তার দায়িত্ব আফগান নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হলে তারা কি এর নিরাপত্তা বজায় রাখতে সমর্থ হবে?

বাংলাদেশ সময়:১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।