ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বন্যায় নিহত ২৩৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১১
পাকিস্তানে বন্যায় নিহত ২৩৩

ইসলামাবাদ: ভারী বর্ষণ ও বন্যায় পাকিস্তানে কমপক্ষে ২৩৩ জন নিহত হয়েছে।   একটি ত্রাণ সংস্থার মুখপাত্র বুধবার জানিয়েছেন, আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশটিতে আরও অধিক বৃষ্টিপাত হতে পারে।

জাতীয় দুর্যোগ ব্যস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইরশাদ ভাট্টি জানান, গত ২৪ ঘণ্টায় মারা গেছে সাত জন। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান জাফর ইকবাল কাদির জানান, বন্যায় কমপক্ষে ৬০ লাখের মত লোক আক্রান্ত হয়েছে।

বন্যার পানিতে ৪৫লাখ একরেরও বেশি ফসলি জমির ক্ষেত তলিয়ে গেছে এবং এর প্রায় ৮০ ভাগ ফসল নষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষ জানায়, দশ লাখেরও বেশি বাড়ি নষ্ট হয়ে গেছে। জাতিসংঘ সিন্ধু প্রদেশে প্রায় ছয় মাস ধরে প্রায় পাঁচ লাখের মত লোককে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে।

পাকিস্তানের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম এসোসিয়েটেড প্রেস সোমবার জানায়, জাতিসংঘ এই সপ্তাহে বন্যাদুর্গতদেরকে ২০ হাজার তাবু সরবরাহ করবে।

এসোসিয়েটেড প্রেসের খবরে আরও বলা হয়, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং জাতিসংঘের মহাসচিব বান মুনের টেলিফোন আলাপে সাড়া দিয়ে পাকিস্তানে জাতিসংঘের একটি প্রতিনিধি দল সফর করতে যাচ্ছে। অন্যান্য দেশ থেকে ও সাহায্য আসছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের ওয়েব সাইটে জানায়, এ সপ্তাহের প্রথম দিকে পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে ৫০ হাজার ডলার মূল্যের চেক হস্তান্তর করেছেন এবং বন্যাদুর্গত এলাকায় ৪ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা মোহাম্মেদ নাজার জানান, তার দেশ সিন্ধু প্রদেশে একশো মিলিয়ন ডলারের সহায়তা দিবে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।