ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়া: নিরাপত্তা বাহিনী উত্তর-পশ্চিমাঞ্চলে আবারও গুলি চালিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১১
সিরিয়া: নিরাপত্তা বাহিনী উত্তর-পশ্চিমাঞ্চলে আবারও গুলি চালিয়েছে

দামেস্ক: সিরিয়াতে নিরাপত্তা বাহিনী আবারও গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বাশার আল-আসাদের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি চালায়।



 বিক্ষোভকারীরা জানান, সেনারা কমপক্ষে ১০টি গ্রামে অথবা জাবাল আল জাওয়াইয়া এলাকায় প্রবেশ করে মেশিন গান দিয়ে গুলি করে। নিরাপত্তা বাহিনী এর আগে শোক পালনরত বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস ছোড়ে।

মার্কিন রাষ্ট্রদূত গুলি চালানোর কিছুক্ষণ আগে বিক্ষোভকারীদের সঙ্গে শোকসভায় অংশ নিয়েছিলেন। রবার্ট ফোর্ডসহ অন্যান্য কূটনীতিকরা গিয়াথ মাতারের মৃত্যুতে শোক প্রকাশ করেন। মাতার মানবাধিকার নিয়ে কাজ করা একজন আইনজীবী ছিলেন।

 বিক্ষোভকারীরা জানান, শোক প্রকাশের জন্য তারা একটি তাবুতে জড়ো হলে সেখানে নিরপাত্তা বাহিনী গুলি চালায়। তবে কেউ হতাহত হয়নি।

এদিকে, জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় মার্চ থেকে আসাদ বিরোধী বিক্ষোভে  ২২০০ লোক প্রাণ হারিয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।