ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে শেষকৃত্য অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১
পাকিস্তানে শেষকৃত্য অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ১০

ইসলামাবাদ: পাকিস্তানের অস্থিতিশীল উত্তর-পশ্চিমাঞ্চলীয় লোয়ার দির অঞ্চলে একটি শেষকৃত্য অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। পুলিশ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।



বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এই অঞ্চলে এর আগে একাধিক সন্ত্রাসী কর্মকা- ঘটার অভিযোগ রয়েছে। তবে কোন জঙ্গি গোষ্ঠী এবারের হামলার দায়িত্ব স্বীকার করেনি।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশওয়ারে সন্ত্রাসীরা একটি স্কুলবাসে গুলি চালিয়ে ৬ শিশুকে হত্যার পর কয়েকদিন পর এই বোমা হামলার ঘটনা ঘটলো।

তবে শেষকৃত্য অনুষ্ঠানকেই কেনো হামলার লক্ষ্যবস্তু করা হলো আর অনুষ্ঠানটিই বা কাদের ছিল তা পরিষ্কার নয়।

বিশ্লেষকরা জানান, আদিবাসীরা জঙ্গিদের বিরোধিতা করায় প্রায়ই তারা হামলার লক্ষ্য হয়ে থাকেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বও ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।