ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাওয়াহিরি পাকিস্তানেই আছেন: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১
জাওয়াহিরি পাকিস্তানেই আছেন: পেন্টাগন

ওয়াশিংটন: আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি এখনও পাকিস্তানেই আছেন।

পেন্টাগনের মুখপাত্র জর্জ লিটল বুধবার এই দাবি করেছেন।



৯/১১ এর দশম বার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত এক ভিডিও বার্তায় জাওয়াহিরি যুক্তরাষ্ট্রে হামলা চালানোর ঘোষণা দিয়েছিলেন। এর কয়েকদিন পরেই পেন্টাগন এই তথ্য জানাল।

লিটল বলেন, ‘জাওয়াহিরি যে পাকিস্তানের বাইরে কোথাও আছেন এমন কোন তথ্য আমাদের কাছে নেই। ’

জাওয়াহিরি মিশরীয় নাগরিক। ২ মে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর এক কমান্ডো অভিযানে নিহত হওয়ার পর জাওয়াহিরি সংগঠনটির প্রধান হিসেবে দায়িত্ব নেন।

‘অত্যাসন্ন বিজয়ের ঊষা’ শিরোনামের এক ঘণ্টা দুই মিনিট ব্যাপ্তির ওই ভিডিও বার্তায় জাওয়াহিরি বলেন, ‘আরব বসন্তের পরে আমেরিকায় যে শীত আসবে তা হবে ভয়াবহ। ’

আরব বিশ্বের সাম্প্রতিক বিপ্লবকে যুক্তরাষ্ট্রের এক ধরনের পরাজয় বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এই পরাজয় ৯/১১ হামলায় যেমন যুক্তরাষ্ট্রের পরাজয় ঘটেছে তার মতোই। তেমনি ইরাক ও আফগানিস্তানে অনুল্লেখযোগ্য সফলতাও তাদের এক প্রকার পরাজয়। ’

মার্কিন পর্যবেক্ষক সংস্থা সাইট (এসআইটিই) এই তথ্য জানিয়েছে।

ওই ভিডিও বার্তায় ওসামা বিন লাদেনের একটি বক্তৃতাও জুড়ে দেওয়া হয়েছে। তবে ভিডিওতে জাহওয়াহিরির স্থির চিত্র ব্যবহার করা হয়েছে।

আল কায়েদার গণমাধ্যম শাখা আস-সাহাব এই বার্তাটি জিহাদিস্ট নেটওয়ার্কে প্রকাশ করেছে। পেন্টাগন জানায়, ভিডিওতে বিন লাদেনের যে ফুটেজ ব্যবহার করা হয়েছে তা পাকিস্তানের অ্যাবোটাবাদের বাড়িতে পাওয়া ছবিরই অনুরূপ, যে ভিডিও চিত্রটি ওয়াশিংটন নির্বাক চিত্র হিসেবে প্রকাশ করেছে ।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।