ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ত্রোপচারের পর প্রথম জনসমক্ষে সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১
অস্ত্রোপচারের পর প্রথম জনসমক্ষে সোনিয়া গান্ধী

নয়াদিল্লি: ভারতের ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রধান শরিক, জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী উত্তর প্রদেশের নির্বাচন নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার দলটির সঙ্গে এক ঘণ্টার জন্য একটি বৈঠকে বসবেন।
 
সোনিয়া গান্ধী ৮ সেপ্টেম্বর চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে ফিরে এসেছেন।

বিদেশ থেকে ফেরার পর তার দলের কোন নেতা কর্মীও তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাননি।   সোনিয়া গান্ধী ছয় সপ্তাহ বিদেশ ছিলেন।    

বিদেশে সোনিয়া গান্ধীর শরীরে অস্ত্রোপচারের পর এটাই হবে তার প্রথম জনসম্মুখে আসা। সোনিয়া গান্ধী  তার দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সঙ্গে বিকেলের সেশনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করবেন।

বিদেশ থেকে ফেরার সময় সোনিয়া গান্ধীর সঙ্গে ছিলেন তার মেয়ে প্রিয়াংকা গান্ধী। কংগ্রেস সোনিয়া গান্ধীর কোথায় অস্ত্রোপচার হয়েছে, অসুস্থতার ধরন এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।