স্কটল্যার্ন্ড ইয়ার্ড জানিয়েছে, তিন হামলাকারীর একজনের বার্কিং এলাকার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বার্কিংয়ের আরো কয়েকটি জায়গায় এখন অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া হামলাকারীদের একজনের ছবি দেখে প্রতিবেশীরা চিনতে পেরেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
স্থানীয় সময় শনিবার (০৩ জুন) রাতে লন্ডন ব্রিজ ও পাশ্ববর্তী বোরো মার্কেটে সন্ত্রাসী হামলায় শেষ খবর পর্যন্ত ৭ জন নিহত ও কমপক্ষে ৪৮ জন আহত হয়েছেন। এ সময় পুলিশের গুলিতে ৩ হামলাকারী নিহত হয়।
হামলা শুরুর আট মিনিটের মধ্যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ব্রিটিশ পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের প্রধান মার্ক রাউলি।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের মাত্র ৪ দিন আগে ও ম্যানচেস্টার হামলার দ্বিতীয় সপ্তাহেই বর্বরোচিত এ হামলার ঘটনা ঘটলো। তবে এজন্য নির্বাচনে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ও লন্ডন মেয়র সাদিক খান।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
জেডএস