ঢাকা: আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেন বেঁচে আছেন।
‘অন্তর্বাস বোমারু’ নামে পরিচিত নাইজেরিয়ার নাগরিক ওমর ফারুক আবদুল মোতাল্লাব বুধবার একটি মার্কিন আদালতে মামলার শুনানির সময় চিৎকার করে এই কথা বলেন।
যুক্তরাষ্ট্রের আকাশে একটি যাত্রীবাহী একটি বিমান বোমা মেরে ধ্বংস করার চেষ্টার অভিযোগে ডেট্রোয়েটের একটি আদালতে ওমর ফারুকের বিচার চলছে। তিনি আল কায়েদার স্বঘোষিত কর্মী।
২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনী সিলের এক কমান্ডো অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। তবে যুক্তরাষ্ট্র সরকার নিহত বিন লাদেনের ছবি প্রকাশ করেনি।
বুধবার আদালতে হাজির করা হলে তিনি বিচারকের কাছে অভিযোগ করেন, জোর করে তাকে জেলখানার পোশাক পরানো হয়েছে। এসময় আদালতের নির্দেশ সত্ত্বেও সম্মান জানাতে দাঁড়াতে অস্বীকৃতি জানান ওমর ফারুক।
২০০৯ সালে বড়দিনে আমস্টার্ডাম থেকে ডেট্রোটের উদ্দেশে যাওয়া একটি বিমানের ২৭৯ জন যাত্রী ও ১১ জন ক্রকে হত্যা চেষ্টার অভিযোগে ওমর ফারুকের বিচার চলছে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১