ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এবার জর্দান থেকে ইসরায়েলি রাষ্ট্রদূত প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১
এবার জর্দান থেকে ইসরায়েলি রাষ্ট্রদূত প্রত্যাহার

আম্মান: ইসরায়েলের বিরুদ্ধে গণবিক্ষোভের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জর্দান দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে প্রত্যাহার করেছে ইসরায়েল। দেশটির কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।



আম্মানে ইসরায়েলী রাষ্ট্রদূত ডেনিয়েল নেভো ও জ্যেষ্ঠ কর্মকর্তারা বৃহস্পতিবার সকালে ইসরায়েলে ফিরে গেছেন। ফিলিস্তিনের পক্ষে বড় ধরনের  মিছিলের বিষয়ে সতর্ক করার পর ইসরায়েল তার দূতাবাসের কর্মকর্তাদের দেশে ফিরিয়ে নিলো।

প্রতিবাদকারীরা বৃহস্পতিবার দেশটির রাজধানী আম্মানে ইসরায়েলের দূতাবাসের সামনে ‘মিলিয়ন ম্যান মার্চ’ নামে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করার ঘোষণা দিয়েছিল।

খবরে বলা হয়, মিশরে গত সপ্তাহে ইসরায়েলি দূতাবাসের সামনে যে ধরনের বিক্ষোভ হয়েছিল আম্মানেও একই ধরনের বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছিল। একজন কর্মকর্তা দূতাবাসে অবস্থান করলেও তার জন্য জর্দান সরকার কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে।

জর্দানকে ফিলিস্তিনিদের জন্য নতুন আবাস হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের গোপন পরিকল্পনা রয়েছে। উইকিলিকস এ সংক্রান্ত গোপন মার্কিন কূটনৈতিক তারবার্তা প্রকাশ করার পর দেশটিতে বুধবার মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়ার দাবিতে বিক্ষোভ করে জনগণ।
 
আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র জর্দানে ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের বিক্ষোভ খুবই বিরল ঘটনা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।