ঘটনার পরপর্পই লিশ সবাইকে ওই এলাকা থেকে দুরে সরে থাকতে বলে। প্রত্যক্ষ দর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, ভেতরে অবস্থানকারীরা হাত উপরে তুলে সরে যেতে থাকে।
ফ্রান্স টেলিভিশন জানায় ক্যাথেড্রালের ভিতরে একজন পুলিশকে হামলাকারী হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে ক্যাথেড্রালের বাইরে পুলিশের গুলিতে হামলাকারী আহত হয়।
ফ্রান্সের অত্যন্ত জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট এই ক্যাথেড্রাল। ২০১৫ সালের সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর থেকে গোটা ফ্রান্সই জরুরি অবস্থার আওতায় রয়েছে।
প্যারিসের নটরডেম ক্যাথেড্রালে গুলি!
বাংলাদেশ সময় ২১১৯ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এমএমকে