ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হেলে থরনিং ডেনমার্কের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১১
হেলে থরনিং ডেনমার্কের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন

কোপেনহেগেন: ডেনমার্কের কেন্দ্রীয় বাম দল দীর্ঘ এক দশক বিরোধী দলের ভূমিকা পালন শেষে সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে।

প্রায় সব ভোট গণনা শেষে সোশাল ডেমোক্রেটিক পার্টির নেতা হেলে থরনিং পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

ফলে তিনিই ডেনমার্কের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন। তিনি বর্তমান প্রধানমন্ত্রী লার্স লক রাসমুসেনকে পরাজিত করে নির্বাচনে জয়ী হয়েছেন।

হেলে থরনিং শুল্ক বৃদ্ধি এবং রাষ্ট্রিয় ব্যায় বাড়ানোর বিষয়ে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছেন। এছাড়াও তিনি বর্তমান ক্ষমতাসীন দলের সিনিয়র নেতার প্রস্তাবিত ‘কঠোর অভিবাসন আইন’ থেকে সরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ভোটগণনা শেষে ডেনমার্কের মোট ১৭৯টি আসনের মধ্যে বামপন্থিরা পেয়েছে ৮৯টি এবং ডানপন্থিরা পেয়েছে ৮৬টি।

হেলে থরনিং আনন্দ উচ্ছাসরত সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আজ আমরা ইতিহাস রচনা করেছি।

রাসমুসেন হেলে থরনিংকে স্বাগত জানিয়ে বলেছেন, আজ রাতে আমি হেলে থরনিংয়ের নিকট ক্ষমতা হস্তান্তর করবো। তিনি হেলে থরনিংয়ের উদ্দেশ্যে বলেন, জনগণের সেবা করবেন।

রাসমুসেন দীর্ঘ এক দশক ধরে ডেনমার্কের ক্ষমতায় আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ডেনমার্কের অর্থনীতি এতো খারাপ যাচ্ছে। যদিও ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য তারপরও সেখানে ইউরো চালু নেই।

বাংলাদেশ সময়: ০৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।