ওয়াশিংটন: এই প্রথম কক্ষপথে দুই সুর্য বিশিষ্ট একটি গ্রহের সন্ধান পেয়েছেন বলে দাবি করছেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা। গ্রহটি অনেকটা লিউক স্কাইওয়াকারের মতো।
স্কাইওয়াকারের পাশ্বর্বর্তী গ্রহ হলো তাতোইন। তাতোইন ছিল অনেকটাই উষ্ণ এবং মরুভূমি সদৃশ। কিন্তু কেপলার-১৬বি নামের এই গ্রহটি খুবই ঠান্ডা এবং এর আয়তন অনেকটা শনি গ্রহের সমান। গ্রহটি পৃথিবী থেকে দুইশত আলোকবর্ষ দুরে অবস্থান করছে।
সায়েন্স সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা মতে, গ্রহটি যুক্তরাষ্ট্রের মহাকাশ বিষয়ক সংস্থা কেপলার মহাকাশ টেলিস্কোপ দিয়ে এক নজর দেখা যায়। এই টেলিস্কোপটি প্রতিনিয়ত এক লাখ ৫৫ হাজার আলোকজ্জল তারা পর্যবেক্ষণ করে থাকে।
এই আবিষ্কারটি একটি মাইলফলক বলে অভিহিত করেন কার্নেগি ইন্সটিটিউশন ফর সায়েন্স ডিপার্টমেন্ট এর পৃথিবীসম্পর্কিত বিভাগের সহকারী গবেষক অ্যালেন বস।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১১