সিরত: লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সিরতে ঢুকে পড়েছে বিদ্রোহী সেনারা। লিবিয়ার বর্তমান বিদ্রোহী সরকার এতথ্য জানিয়েছে।
এনটিসি (বিদ্রোহীদের জাতীয় অন্তর্বর্তী পরিষদ) সেনাবাহিনী সিরতের দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে ঢুকে পড়েছে এবং শহরের মূল কেন্দ্র থেকে মাত্র আট কিলোমিটার দূরে বিদ্রোহীরা অবস্থান করছে বলেও বিদ্রোহীদের পক্ষ থেকে জানানো হয়েছে।
অপরদিকে গাদ্দাফি অনুগতদের পক্ষ থেকে ব্যাপক হামলার শিকার হচ্ছেন বলেও তারা জানায়।
এনটিসির একজন মুখপাত্র একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানায়, আমাদের সেনাবাহিনী শহরের দুই কিলোমিটারের মধ্যে ঢুকে পড়েছে। গাদ্দাফি বাহিনীর স্নাইপার এবং এলিট ফোর্সের মুখোমুখি হতে হচ্ছে আমাদের। শহরের বিভিন্ন সুউচ্চ দালান থেকে এলোপাথারি গুলি ছুটে আসছে আমাদের দিকে।
এদিকে গাদ্দাফির মূখপাত্র মুসা ইব্রাহিম সিরিয়াভিত্তিক একটি টেলিভিশন চ্যানেলে বলেন, এনটিসির কাছ থেকে লিবিয়াকে মুক্ত করতে কয়েক হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। আমরা শক্তিশালী অবস্থানে রয়েছি এবং আমাদের সামর্থও আছে। সম্পূর্ণ লিবিয়াকে মুক্ত করতে আমরা পরিকল্পনা করছি।
এনটিসি বাহিনী বেশ কয়েকটি অঞ্চলে গাদ্দাফি অনুগত বাহিনীর ব্যাপক প্রতিরোধের মুখে লড়াই করছে। এরমধ্যে বানি ওয়ালিদ, সাবাহ ও সিরত অন্যতম।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১১