ঢাকা: চরম অর্থনৈতিক সংকটে পড়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ গ্রিসকে ঋণ দেওয়ার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ব্যয় সংকোচনসহ সামগ্রিক অর্থনীতিতে প্রয়োজনীয় সংস্কার না করলে এথেন্সকে কোন নগদ অর্থ দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে আইএমএফ প্রধান ক্রিস্তিন লাগার্দে গ্রিসের জন্য এই কঠোর বার্তা শুনিয়েছেন।
তিনি বলেছেন, ‘গ্রিস প্রয়োজনীয় সংস্কার না করলে একহাজার একশ কোটি ডলারের ঋণ সহায়তার মধ্যে আইএমএফের অংশটি প্রত্যাহার করে নেওয়া হবে। ’
চলমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য গ্রিসের এই মাসের শেষের দিকে জরুরি ভিত্তিতে এই অর্থের প্রয়োজন।
পোল্যান্ডে শুক্রবার আইএমএফ’র একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। ওই বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনীতি বিষয়ক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সংস্থাটির গুরুত্বপূর্ণ ওই বৈঠকের আগের দিন লাগার্দে গ্রিসের প্রতি তার এই কঠোর মনোভাব ব্যক্ত করলেন।
গণমাধ্যমটিকে লাগার্দে সাফ জানিয়ে দিয়েছেন, ‘গ্রিস সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন না করলে তাকে কোন অর্থই দেওয়া হবে না। ’
এদিকে, সাম্প্রতিক দেউলিয়াত্ব থেকে মুক্তির জন্য গ্রিস সরকারের উদ্যোগে আইএমএফর অন্যতম অংশীদার ইউরোপীয় কমিশনের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন লাগার্দে। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা বলছেন, গ্রিসের উদ্যোগে তারা সন্তুষ্ট। বিশেষ করে সম্পদের ওপর কর বৃদ্ধির প্রশংসা করছেন তারা।
এদিকে গ্রিসের পক্ষে আইএমএফের প্রধান মধ্যস্থতাকারী পল থমসেন এখনও এথেন্সে অবস্থান করছেন। আইএমএফের সঙ্গে তিনিও বেশ সন্দিহান, গ্রিস তার বাজেট ঘাটতি যথেষ্ট কমিয়ে আনতে পেরেছে কি না এবং সংস্কার প্রতিশ্রুতি কতোটা রক্ষা করতে পেরেছে।
তবে ইউরোপের এই জ্যেষ্ঠ কর্মকর্তা আইএমএফের ব্যাপারে তার ক্ষোভের কথাও জানিয়েছেন। তিনি বলেন, ‘আইএমএফকে বুঝতে পারা খুবই কঠিন কারণ এর অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১১