মুম্বাই: ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির প্রেসিডেন্ট নিতিন গাদকারির পাকস্থলিতে সফল অস্ত্রোপচার হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার মতো যথেষ্ট সুস্থ হয়েছেন তিনি।
কিন্তু তিনি এবার আবির্ভুত হবেন নতুন রুপে। কারণ ওজন কমানোর জন্য একটি অস্ত্রোপচার হয়েছে তার। এতে তার ওজন কমবে ৩০ থেকে ৪০ কিলোগ্রাম! বিশালবপুর গাদকারিকে দেখা যাবে হালকা পাতলা গড়নের!
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, ডায়াবেটিসের সমস্যার জন্য মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গাদকারি। গত মঙ্গলবার তার অস্ত্রোপচার হয়েছে।
গাদকারির সার্জন মুফাজ্জল লাকদাওয়ালা জানিয়েছেন, তিনি এখন সুস্থ, এক সপ্তাহের মধ্যেই তিনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন।
তিনি আরও জানান, গাদকারির ডায়াবেটিস এতোটাই জটিল অবস্থায় গিয়েছিল যে, অস্ত্রোপচার ছাড়া অন্য উপায় ছিল না। ইতোমধ্যেই কিডনি ও অগ্ন্যাশয় আক্রান্ত হয়ে পড়েছিল।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১১