নেভাদা: যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের রেনোতে শুক্রবার উড্ডয়ন প্রদশর্নীকালে একটি বিমান বিধ্বস্ত হয়ে তিনজন মারা গেছে। এ ঘটনায় কমপক্ষে ৭৫ জনের বেশি লোক আহত হয়েছে।
এর আগে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এয়ার রেসের্স অ্যান্ড এয়ার শো নামের এই বিমান প্রদশর্নীর মুখপাত্র ম্যাক ড্রেকার বার্তা সংস্থা সিএনএনকে জানান, দুর্ঘটনায় বহু লোকের হতাহতের হওয়ার খবর তিনি পেয়েছেন। তবে হতাহতের সংখ্যা কত তাৎক্ষণিকভাবে তিনি কিছুই জানাতে পারেননি।
বিমানের চালকের ভাগ্যে কী ঘটেছে তাও তিনি নিশ্চিত করে বলতে পারেননি। ওই বিমানের চালক পি-১৫ মাসটাং নামের বিমানটি চালাচ্ছিলেন।
এদিকে দমকল কর্মীদের বরাত দিয়ে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) মুখপাত্র আয়ান গ্রেভারও বহুলোকের আহত হওয়ার খবর জানিয়েছেন।
এফএএ-এর একাধিক পরিদর্শক দুর্ঘটনার আশেপাশের এলাকায় ব্যাপক অনুসন্ধানে নেমে পড়েছেন।
ইউটিউবে পোস্ট করা একটি ভিডিও চিত্রে দেখা যায়, দুর্ঘটনা কবলিত বিমানটিকে হঠাৎ আকাশ থেকে তীব্র বেগে মাটিতে নেমে আসতে দেখা যায়। এসময় বিমানটি মুর্হূতে বিস্ফোরিত হয়।
বিমান উড্ডয়ন প্রদশর্নী দেখতে আসে হাজার হাজার দর্শক তাদের আসন ছেড়ে আতঙ্কিত হয়ে পড়েন।
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১