ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান প্রতিযোগিতায় দুর্ঘটনা: নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১
যুক্তরাষ্ট্রে বিমান প্রতিযোগিতায় দুর্ঘটনা: নিহত ৩

নেভেদা: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকা নেভাদার রেনোতে জাতীয় বিমান উড্ডয়ন প্রতিযোগিতায় বিমান দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। বিমান দুর্ঘটনায় প্রতিযোগিতা দেখতে আসা অনেক দর্শকও মারাত্মভাবে আহত হয়েছেন।



আহতদের মধ্যে গুরুতর ৫৪ জনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিমান দ্য ভিন্টেজ পি-৫১ মাসটাং নামের একটি বিমান ধ্বংস হয়ে যায়। বিমানটি ধ্বংস হয়ে ব্যাপক ধোয়ার সৃষ্টি করে এবং এর বিভিন্ন খণ্ডাংশ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে।

বিমানটির পাইলট ছিলেন ৭৪ বছর বয়সী জিমি লিওয়ার্ড। ১৯৭০ সাল থেকেই তিনি সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিয়েছেন।

ঘটনার তদন্ত করছে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড। ঠিক কি কারণে বিমানটি হঠাৎ ধ্বংস হয়ে গেল তা এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।