কাঠমন্ডু: প্রবল মৌসুমি বৃষ্টিপাতের কারণে শনিবার নেপালের একটি প্রত্যন্ত গ্রামে ভূমিধসে ৭ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে দুটি শিশুও রয়েছে।
গ্রামটি নেপালের দরিদ্র অঞ্চলগুলোর একটি। রাজধানী কাঠমন্ডুর ২৮০ কিলোমিটার পশ্চিমে রোলপা জেলায় এর অবস্থান।
পুলিশ পরিদর্শক বিবেক কুমার শা জানিয়েছেন, সেনাবাহিনী এবং পুলিশের উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। পাহাড়ের পাদদেশে সুলিচর গ্রামের উপরের সমতল অংশে পাহাড় ধসে পড়লে ৯টি বাড়ি মাটি চাপা পড়লে এই হতাহাতের ঘটনা ঘটে। বাড়িঘর ছাড়াও কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ‘ওই এলাকায় এখনো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে ফলে আরও পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। আমরা দুর্ঘটনাস্থল থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করেছি। এর মধ্যে দুজন পুরুষ, দুজন মহিলা এবং দুটি শিশু রয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১