ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে ভূমিধসে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১
নেপালে ভূমিধসে নিহত ৭

কাঠমন্ডু: প্রবল মৌসুমি বৃষ্টিপাতের কারণে শনিবার নেপালের একটি প্রত্যন্ত গ্রামে ভূমিধসে ৭ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে দুটি শিশুও রয়েছে।

এতে আহত হয়েছেন আরও ১৭ জন গ্রামবাসী। পুলিশ এ তথ্য জানিয়েছে।

গ্রামটি নেপালের দরিদ্র অঞ্চলগুলোর একটি। রাজধানী কাঠমন্ডুর ২৮০ কিলোমিটার পশ্চিমে রোলপা জেলায় এর অবস্থান।

পুলিশ পরিদর্শক বিবেক কুমার শা জানিয়েছেন, সেনাবাহিনী এবং পুলিশের উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। পাহাড়ের পাদদেশে সুলিচর গ্রামের উপরের সমতল অংশে পাহাড় ধসে পড়লে ৯টি বাড়ি মাটি চাপা পড়লে এই হতাহাতের ঘটনা ঘটে। বাড়িঘর ছাড়াও কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ‘ওই এলাকায় এখনো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে ফলে আরও পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। আমরা দুর্ঘটনাস্থল থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করেছি। এর মধ্যে দুজন পুরুষ, দুজন মহিলা এবং দুটি শিশু রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।