লন্ডন: সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস এবার অর্থ সংগ্রহ করার জন্য এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিভিন্ন স্মারক নিলামে তুলেছে। অনলাইনে নিলাম করার ওয়েবসাইট ইবে তে অ্যাসেঞ্জের কিছু বিরল ছবি, ব্যবহার্য জিনিস বেচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উইকিলিকস।
যৌন হয়রানির মামলায় লন্ডনে গ্রেপ্তার হওয়ার পর অ্যাসাঞ্জের চলাফেরায় নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। গ্রেপ্তার হওয়ার আগেই উইকিলিকসের অর্থের সব উৎস বন্ধ করে দেওয়া হয়। এতে করে তার প্রতিষ্ঠান উইকিলিকস মারাত্মক অর্থ সংকটে পড়েছে।
নিলামে তোলা বস্তুগুলোর মধ্যে রয়েছে জেলে বন্দি থাকার সময় অ্যাসেঞ্জের ব্যবহৃত কফির পাত্র ও তার একটি ল্যাপটপ কম্পিউটার।
নিলামের শুরুতেই কফির পাত্রের দাম উঠে ৩১৫ মার্কিন ডলার আর কম্পিউটারটির দাম উঠে ৬ হাজার ডলার।
নিলামে তোলা অ্যাসাঞ্জের স্মৃতি বিজড়িত অনেকগুলো জিনিসের মধ্যে রয়েছে তার একটি দুর্লভ ছবি। ছবিটি তোলা হয়েছে ২০১১ সালে ১০ জুলাই গৃহবন্দি অবস্থায় তার ৪০ তম জন্মদিন অনুষ্ঠানে। এটির নিলাম শুরু হয়েছে ৯৪৭ মার্কিন ডলার দিয়ে।
তবে জেলখানায় ব্যবহৃত কফির পাত্রটি অবৈধভাবে নিয়ে আসা হয়েছে বলে অনেকে অভিযোগ করছেন। ২০১০ সালের ডিসেম্বরে জামিন পাওয়ার আগে পর্যন্ত অ্যাসাঞ্জ এই পাত্রে করেই কফি পান করতেন।
ল্যাপটপ কম্পিউটারটির সর্বশেষ ৫ লাখ ৫২ হাজার ৬১৫ ডলার দাম উঠেছে। এই কম্পিউটারটি ব্যবহার করেই মার্কিন গোপন কূটনৈতিক তারবার্তাগুলো প্রস্তুত ও সেগুলো অ্যাসাঞ্জের গণমাধ্যম সহযোগীদের কাছে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে উইকিলিকস এক টুইট বার্তায় লিখেছে, ‘এই ভিন্নধর্মী নিলামের মাধ্যমে আপনি উইকিলিকস ক্যাবলের সম্পূর্ণ সেট, উইকিলিকসের ব্যবহৃত কম্পিউটার ও এর পাসওয়ার্ড পেতে পারেন। ’
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১