বনি ওয়ালিদ: গাদ্দাফি অনুগত সেনাদের প্রতিরোধের মুখে বনি ওয়ালিদ থেকে পিছু হটার পর আবার সংগঠিত হয়ে ঘুরে দাঁড়িয়েছে বিদ্রোহীরা। উপকূলীয় শহর সিরতে তারা আবার আক্রমণ শুরু করেছে।
মেশিনগানের গুলি ছুড়তে ছুড়তে বিদ্রোহীরা সিরতের ভেতরে প্রবেশ করছে। অপর দিকে গাদ্দাফি বাহিনী ভারী গোলা বর্ষণ করে তাদের প্রতিহত করার চেষ্টা করছে। বিদ্রোহীরা সিরতের দিকে আরও ১০ কিলোমিটার অগ্রসর হয়েছে।
এদিকে শুক্রবার তীব্র প্রতিরোধের মুখে বনি ওয়ালিদ থেকে পিছু হটার পর আবারও সংগঠিত হয়েছে বিদ্রোহীরা। শিগগিরই শহর আক্রমণ করবে তারা।
ঘটনাস্থলের কাছকাছি আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীরা জানিয়েছেন, বিদ্রোহীরা ধীরে-সুস্থে ও খুব সতর্কতার সঙ্গে অগ্রসর হচ্ছে।
এদিকে একটি অসমর্থিত সূত্রে জানা গেছে, সিরতে থেকে ৮০ কিলোমিটার পূর্বের শহর হারাওয়ার পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা।
সিরতের বাইরে একটি স্টেশনে কয়েকজন আহত সেনাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন ডাক্তার জানিয়েছেন, শনিবার সংঘর্ষে বিদ্রোহীদের তিন সশস্ত্র সদস্য নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১