ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এফবিআই’র প্রশিক্ষণে ইসলামের সমালোচনামূলক বক্তব্য প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১
এফবিআই’র প্রশিক্ষণে ইসলামের সমালোচনামূলক বক্তব্য প্রত্যাহার

ওয়াশিংটন: মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) জানিয়েছে, তাদের প্রশিক্ষণ কর্মশালায় ইসলামের সমালোচনামূলক বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়েছে।

সংস্থাটির প্রশিক্ষণ একাডেমিতে এতোদিন ইসলামের সমালোচনা করে বক্তৃতা দেওয়া হতো।

‘একজন মুসলিম যতো ধর্মপরায়ণ হবেন, তার সহিংস হয়ে ওঠার সম্ভাবনা তত বেশি’ শিরোনামে বক্তৃতা (লেকচার) প্রচলিত ছিল। ওই বক্তৃতার মূল বিষয়বস্তু হলো, আমেরিকার মূলধারার মুসলিমরা সন্ত্রাসীদের প্রতি সহানুভূতিশীল।

তবে কেন্দ্রীয় আইন প্রয়োগকারী এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত এপ্রিলের শেষ দিকে মাত্র তিনদিনের জন্য ওই বক্তৃতা দেওয়া হয়েছিল।

এফবিআই‘র একজন মুখপাত্র ক্রিস্টোফার অ্যালেন জানান, ওই বক্তৃতা বন্ধের পর এখন এফবিআইয়ের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সব প্রশিক্ষণ নীতি গ্রহণ করা হবে। আর এই কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।        

আইন প্রয়োগকারী সংস্থার কর্র্মকর্তারা জানিয়েছেন, বক্তৃতা দেওয়ার আগে ওই বক্তৃতার বিষয়বস্তু কী ছিল ব্যুরোর তা গভীর পর্যবেক্ষণে রাখা উচিত ছিল।

ওই কর্মকর্তা বলেন, যখনই ওই প্রশিক্ষকের উদ্দেশ্য বোঝা গিয়েছিল তখনই তা বাদ দেওয়া হয়েছে। ওই প্রশিক্ষণের উদ্দেশ্যই ছিল প্রশিক্ষণার্থীদের একটু বৈচিত্র্যপূর্ণ দৃষ্টিভঙ্গি দেওয়া।

৯/১১ হ্মালার পরে সন্ত্রাসবাদ দমন কৌশলের অংশ হিসেবে এফবিআই মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে আসছে।

অ্যালেন জানিয়েছেন, ওই প্রশিক্ষক আর কোন প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করবেন না।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।