নয়াদিল্লি: লিবিয়ার জাতীয় অন্তর্বর্তীকালীন সরকারকে (এনটিসি) স্বীকৃতি দিয়েছে ভারত। সেই সঙ্গে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এনটিসিকে লিবিয়ার নির্ভরযোগ্য প্রতিনিধি হিসেবে সমর্থন দেওয়ারও ঘোষণা দিয়েছে দেশটি।
শনিবার ভারতের বিদেশ বিষয়ক মন্ত্রণালয় নয়াদিল্লিতে এক বিবৃতিতে জানিয়েছে, লিবিয়ার রাজনৈতিক এবং অর্থনৈতিক পুনর্গঠনে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে ভারত।
বিবৃতিতে আরও জানানো হয়, লিবিয়ার প্রতিনিধি হিসেবে মোস্তফা আবদুল জলিলের নেতৃত্বে এনটিসির একটি দল ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়াকেও সমর্থন জানায় ভারত।
লিবিয়া সমস্যা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সংস্থাটির মহাসচিব বান কি মুনের উদ্যোগে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকেও ভারত অংশ নেবে।
এছাড়া, লিবিয়াকে দশ লাখ মার্কিন ডলার মূল্যমানের মানবিক সাহায্য দিয়েছে ভারত। আরও দুই মিলিয়ন ডলার সাহায্য দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১