ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেঘালয় থেকে ছয় উলফা নেতাকে আটক করেছে বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১
মেঘালয় থেকে ছয় উলফা নেতাকে আটক করেছে বিএসএফ

শিলং: মেঘালয়ের কচুয়াগোদাগাড়ি থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে আসামের বিচ্ছিন্নতাবাদী স্বাধীনতাকামী সংগঠন, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) ছয় সশস্ত্র সদস্যকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিএসএফের একজন সদস্য এ তথ্য জানিয়েছেন।

বিএসএফের উপ-মহাপরিদর্শক রবি গান্ধী জানিয়েছেন, চাঁদাবাজি এবং ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত থাকার পর তারা সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল।  

তাদের কাছ থেকে দুটি পিস্তল, তিনটি কার্তুজ, তিনটি মোবাইল সেট, চারটি সীম কার্ড, ভারতীয় মুদ্রা এবং শীর্ষ নেতা দৃষ্টি রাজখোয়ার স্বাক্ষরিত কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৮ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।