ত্রিপোলি: লিবিয়াতে সম্প্রতি ন্যাটো হামলায় কয়েকশ মানুষ মারা গেছে বলে দাবি করেছে লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি। গাদ্দাফি নিজে তার অনুগতদের যুদ্ধে নির্দেশ দিচ্ছেন বলে জানান গাদ্দাফি প্রশাসনের সুপরিচিত মুখপাত্র মুসা ইব্রাহিম।
মুসা ইব্রাহিম সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রানপণ লড়ে যাচ্ছেন গাদ্দাফি। তিনি সাধারণ জনগণের সঙ্গে কথা বলছেন, জায়গায় জায়গায় আলোচনা ও বক্তৃতা দিচ্ছেন। পুরো বিষয়টিই তিনি নিজে দেখছেন। ’
মুখপাত্র আরও বলেন, ‘যুদ্ধ জয়ে গাদ্দাফি লিবিয়াতেই ছিলেন, তিনি লিবিয়াতেই আছেন। যুদ্ধ চালিয়ে যাবো আমরা। মাসের পর মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অস্ত্র-গোলাবারুদ আমাদের হাতে রয়েছে। ’
ন্যাটো হামলা প্রসঙ্গে মুসা ইব্রাহিম আরও বলেন, ‘শুক্রবার সিরতে গাদ্দাফি অনুগত বাহিনীর ওপর ন্যাটো বাহিনী হামলা করলে ৩৫৪ জন নীরিহ মানুষ মারা গেছে। ৮৯ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং প্রায় ৭০০ জন আহত হয়েছে। সিরতের বেশকিছু আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। ’
যদিও ন্যাটো এখন পর্যন্ত এই ঘটনার সত্যতা স্বীকার করেনি।
ন্যাটো ৩০ টিরও বেশি রকেট হামলা করে সিরতের বিভিন্ন স্থানে। এরমধ্যে তারা শহরের প্রধান হোটেল এবং তামিন ভবনটি গুড়িয়ে দেয়। তামিন ভবনটিতে ৯০ জন বাসিন্দা বাস করতো বলেও জানান মুসা ইব্রাহিম।
তবে ইতোমধ্যে বানি ওয়ালিদ থেকে পিছু হটার পর এনটিসি অনুগতরা বানি ওয়ালিদে শক্তিশালী হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন পর্যন্ত বিদ্রোহী যোদ্ধারা বানি ওয়ালিদ থেকে দুরে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১১