ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারের ইতিবাচক পরিবর্তন দেখছেন সু কি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১১
মিয়ানমারের ইতিবাচক পরিবর্তন দেখছেন সু কি

ইয়াঙ্গুন: মিয়ানমারে কয়েক দশকের সামরিক শাসন পরবর্তীতে দেশটিতে ইতিবাচক পরিবর্তন দেখছেন বিরোধী দলীয় নেত্রী অং সান সু কি। গণতন্ত্রের পক্ষে প্রচারণাকালীন সফরে তিনি এ বক্তব্য দেন।



মিয়ানমারে রাজনৈতিক পরিবর্তনের চিহ্ন দেখা যাচ্ছে কিন্তু দীর্ঘ সংগ্রামরত মানুষ এখনও আসল মুক্তি পায়নি বলেও জানান অং সান সু কি।

একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে সু কি বলেন, নতুন সরকার গণতান্ত্রিক পরিবর্তনের কথা বলছে। আরবের মতো উত্থান কোনোভাবেই কাম্য নয় মিয়ানমারে।

ইয়াঙ্গুনে সু কি আরও বলেন, পরিবর্তন হচ্ছে কিন্তু আমরা সবাই স্বাধীন তা আমি মনে করি না। ক্ষুদ্র পদক্ষেপ কিন্তু আমি মনে করি ইতিবাচক উন্নতি হচ্ছে।

আমি সবসময় বলে এসেছি যে, আমি সতর্ক কিন্তু আশাবাদী। আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ইতিবাচক পরিবর্তনের লক্ষে কাজ করবেন। কিন্তু কিভাবে ওই সুদুর পরাহত লক্ষ অর্জনে তারা সফল হবেন তা আলোচনার বিষয়। আমাদের এখনও আরও অনেক কিছু দেখার বাকী আছে বলেও সু কি জানান।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।