ঝেজিয়াং: চীনের পূর্বাঞ্চলের একটি গ্রামে সৌর বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবিতে কয়েকশত গ্রামবাসী তিন দিন ধরে বিক্ষোভ করছে। স্বাস্থ্যঝুকির কারণে ভীত হয়ে গ্রামবাসীরা সৌর বিদ্যুৎ প্রকল্প অন্যত্র সড়িয়ে নেওয়ার দাবিতে এই বিক্ষোভ করছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার ঝেজিয়াং প্রদেশের হেইনিং শহরের ঝেজিয়াং জিনকো সোলার কোম্পানির সামনে প্রায় পাঁচশত মানুষ বিক্ষোভ করে।
প্রাদেশিক কর্তকর্তারা জানায়, ‘বিক্ষোভকারীদের একটি অংশ কোম্পানিটির কারখানা, কয়েকটি গাড়ি এবং অফিস কক্ষ ধ্বংস করে দেয়। ’
পাশ্বর্বর্তী গ্রাম হংজিয়াওয়ের বাসিন্দারা বলেন, ‘বিশাল সংখ্যক মাছের মৃত্যুর পরে আমরা দূষণ সম্পর্কে টের পাই এবং সতর্ক হয়ে যাই। ’
৬৪ বছর বয়সী একজন বাসিন্দা একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘কারখানাটি স্কুল এবং কিন্ডারগার্টেনের কাছে অবস্থিত। কারখানাটি থেকে নির্গত বর্জ্য পাশের নদীতে পড়ে এবং কয়েক ডজন চিমনি থেকে অবিরত ধোয়া বেরুতে থাকে। এই অঞ্চলের তরুন প্রজন্মের স্বাস্থ্যগত দিক নিয়ে আমি খুবই চিন্তিত। ’
কারখানাটিকে অন্যত্র সড়িয়ে নেওয়ার জন্য জোর আবেদন জানিয়েছে গ্রামবাসীরা।
বিক্ষোভের সময় চারটি পুলিশের গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভ সামলাতে কয়েক ডজন পুলিশ মোতায়েন করা হয়েছে।
হেইনিং পরিবেশ সুরক্ষা সংস্থার সহকারী প্রধান ছেন হোংমিং একটি চীনা গণমাধ্যমকে বলেন, ‘কারখানাটি থেকে নির্গত বর্জ্যরে ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে তা গত এপ্রিল মাসেই পরীক্ষা করে বলা হয়েছিল। পরিবেশ বিষয়ক ওয়াচডগ কারখানাটিকে দূষণের বিষয়ে সতর্ক করে দিয়েছিল। কিন্তু তারা দূষণ রোধে কোনো পদক্ষেপই নেয়নি। ’
এই সৌর বিদ্যুৎ প্রকল্পটির মালিকানা যৌথভাবে চীন এবং নিউ ইয়র্কের। দূষণের ব্যাপারে কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত কোনো বক্তব্য দেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘন্টা, সেপ্টেম্বর ১৮, ২০১১