আহমেদাবাদ: গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির উপবাস স্থলের বাইরে উৎসুক জনতা ভেতরে প্রবেশের চেষ্টা করলে লাঠিচার্জ করেছে পুলিশ।
গুজরাট বিশ্ব বিদ্যালয়ের মিলনায়তনে গত শনিবার থেকে তিন দিনের ‘সদ্ভাবনা’ উপবাস শুরু করেছেন মোদি।
রাজ্য পুলিশ জানায়, রোববার সকাল থেকে মিলনাতয়নের চারদিকে লোকের ঢল নামে। প্রায় ২ হাজার লোক প্রধান ফটকের নিকটে জটলা পাকাতে থাকে। এতো মানুষ সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়।
এক সময় জনতা ভেতর প্রবেশের চেষ্টা করলে দাঙ্গা পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে। এ সময় হুড়োহুড়িতে দুটি কাচের দরজা ভেঙে গেছে।
তবে কেউ আহত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপরপক্ষে, স্থানীয় গণমাধ্যম বলছে কয়েক জন আহত হয়েছে।
গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির এই উপবাস রাজ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কিন্তু একই সময়ে তার কংগ্রেস দলীয় প্রতিদ্বন্দ্বী এক সময়কার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সহকর্মী শংকর সিং ভাঘেলা একই ধরনের উপবাসের আয়োজন করছেন। এই পাল্টা উপবাসের মাধ্যমে মোদির ভুল ধরিয়ে দেওয়া এবং উপবাসকালেও বিপুল অর্থ অপচয়ের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরায়ই শংকরের উদ্দেশ্য।
মোদি উপবাস শুরু করেছেন গত শনিবার তার জন্মদিন থেকে। এদিকে তার দল বিজেপি এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এই ‘সদ্ভাবনা’ উপবাস আগামী লোকসভা নির্বাচনে মোদির ভাবমূর্তিকে জাতীয় পর্যায়ে আরও ইতিবাচকভাবে উপস্থাপন করবে বলে অনেকে মনে করছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১১