তাদের জরিপে দেখা গেছে ভারতে শীর্ষ এবং বিশ্বের ৫৭তম ব্যয়বহুল শহর মুম্বাই। মুম্বাইয়ের পরপরই ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর যথাক্রমে রাজধানী দিল্লি (বিশ্বে ৠাংকিং ৯৯ তম), ব্যাংগালোর (১৬৬ তম)।
বিশ্বের ৫৭ তম ব্যয়বহুল শহরের তকমা লাভের পথে মুম্বাই পেছনে ফেলেছে নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ড (৬১ তম), ডালাস ও প্যারিসকেও (৬২ তম)।
মুম্বাইয়ের জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি পাওয়ার পেছনে রয়েছে মোদির ডিমানিটাইজেশনের ধাক্কা।
মোদির ডিমানিটাইজেশনের কারণে নগরীতে ফ্ল্যাটের বেচাকেনা কমে যায় অনেকটাই। ফলে বেড়ে যায় বাড়ি ভাড়া। এ কথা জানান, মারকার এর ভারত বিষয়ক গ্লোবাল মোবিলিটি প্রাকটিস লিডার রুচিকা পাল।
বাড়ি ভাড়ার পাশাপাশি মুম্বাইয়ের খাবারের দাম এবং ব্যক্তিগত অন্যান্য জিনিসপত্রের দামও অনেকটা বেড়ে গেছে ইদানীং।
গত কয়েকবছরে ভারতের মুদ্রাস্ফীতি বেড়ে গেছে অনেকটাই। বেড়ে গেছে দগ্ধজাত পণ্য থেকে শুরু করে মাছ ও মাংসের দামও। এছাড়া বিভিন্ন ফলমূলের দামও বেড়ে গেছে অনেকটাই। বেড়েছে ট্যাক্সি ভাড়া সহ পরিবহন খরচও।
এর জেরেই জীবনযাত্রার ব্যয়ে মুম্বাই পেছনে ফেলেছে পশ্চিমা বিশ্বের প্যারিস কিংবা তেলকুবেরদের শহর হিসেবে পরিচিত ডালাসকেও।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
আরআই