ইসলামাবাদ: লন্ডনে অনুষ্ঠিত অস্ত্র প্রদর্শনী থেকে দুটি পাকিস্তানি সামরিক ফার্মকে বহিষ্কার করা হয়েছে। এই প্রতিষ্ঠান দুটি প্রদর্শনীতে ক্লাস্টার বোমার বিজ্ঞাপন দিচ্ছিল বলে অভিযোগ উঠার পর তাদের দুটি স্টল বন্ধ করে দেওয়া হয়।
রোববার প্রদর্শনীর আয়োজকরা এই খবর জানিয়েছেন।
আয়োজকরা জানান, লন্ডন ডিফেন্স সিস্টেম অ্যান্ড ইকুয়েপমেন্ট আন্তর্জাতিক প্রদর্শনীতে পাকিস্তানের অর্ডন্যান্স ফ্যাক্টরি ও ডিফেন্স এক্সপোর্ট প্রমোশন নামের দুটি কোম্পানির প্যাভিলিয়ন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
যুক্তরাজ্য সরকারের রপ্তানি নিয়ন্ত্রণ নীতি এবং প্রদর্শনীর আয়োজকদের সঙ্গে করা চুক্তির লঙ্ঘন করে এমন কিছু উপাদান পাওয়া যাওয়ার কারণে পাকিস্তানের সামরিক ফার্ম দুটির প্যাভিলিয়ন বন্ধ করে দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে প্রদর্শনীর আয়োজকরা জানিয়েছেন।
ব্রিটেন সরকারও তাদের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়।
ক্লাস্টার বোমার বিষয়ে আন্তর্জাতিক সনদে সই করা দেশের মধ্যে ব্রিটেন একটি। এই চুক্তির আওতায় বুলেট, স্পিøন্টার বা ক্ষুদ্র বিস্ফোরক আকারে অনেক বিস্তৃত আয়তনে ছড়িয়ে পড়ে এমন বোমা বা শেল অথবা এমন কোন অস্ত্র ব্যবহার, উৎপাদন, মজুদ অথবা স্থানান্তর সম্পূর্ণ নিষিদ্ধ।
এদিকে প্রদর্শনীতে স্টল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছে পাকিস্তান। রোববার রাজধানী ইসলামাবাদে কর্মকর্তারা অভিযোগ করেছেন, এই সিদ্ধান্ত ‘রাজনৈতিক’ এবং পাকিস্তান কখনই জাতিসংঘ সনদ লঙ্ঘন করেনি।
সরকারি সূত্র জানিয়েছে, ব্রিটেন এই সিদ্ধান্ত নিয়েছে ২০০৭ সালের অসলো সনদের ভিত্তিতে। কিন্তু পাকিস্তান ওই সনদে সই করেনি।
তারা এও দাবি করছেন, আয়োজকদের এই সিদ্ধান্ত এবং ব্রিটেন সরকারের সমর্থনের বিষয়টি ভারতপন্থী লবির প্রচেষ্ঠাতেই হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১