ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে তেল ট্যাংকার বিস্ফোরণে নিহত শতাধিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
পাকিস্তানে তেল ট্যাংকার বিস্ফোরণে নিহত শতাধিক তেল ট্যাংকার বিস্ফোরণ

পাকিস্তানের পাঞ্জাবের প্রাচীন শহর বাহাওয়ালপুরে মহাসড়কে তেলের ট্যাংকার উল্টে আগুন ধরে গেলে অন্তত ১২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৭৫ জন।

রোববার (২৫ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে।  

আগুন ধরে যাওয়ার পর তা দ্রুতই ছড়াতে থাকে, এতে ক্ষয়ক্ষতি ক্রমেই বাড়ে।

অগ্নি নির্বাপক সংস্থার কর্মীরা এসে পরে তা নিয়ন্ত্রণ করতে পারলেও হতাহতের সংখ্যা কমানো যায়নি। মূলত বিস্ফোরণের ফলেই এতো মানুষের মৃত্যু বলে জানাচ্ছে পাঞ্জাব পুলিশ বিভাগ।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মহাসড়কের পাশে পার্কিং করা ছয়টি কার ও ১২টি মোটরসাইকেল এ সময় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বলেও জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।