ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পের উৎপত্তিস্থল সিকিমে ভবন ধস, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১১
ভূমিকম্পের উৎপত্তিস্থল সিকিমে ভবন ধস, নিহত ৯

ঢাকা: উত্তর ও পূর্ব ভারতের একাধিক রাজ্যে রোববার সন্ধ্যায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে নিহত হয়েছেন ৯ জন।

নিহতদের মধ্যে ৪ জন ভারতীয় ও ৫ জন নেপালি নাগরিক।

কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন। সিকিমে ত্রাণ সহায়তার জন্য পাঁচটি বিমান পাঠানো হয়েছে বলেও তারা জানান।

ভারতের ভূমিকম্প বিভাগের কর্মকর্তা আর এস দত্তত্রিয়ান জানিয়েছেন, প্রথামিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬.৮ বলে অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কাছে ভারতের উত্তর-পূর্ব রাজ্য সিকিম।

ভারতে ১৩ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিহারে সাত বছর বয়সী এক শিশু রয়েছে। নেপালে নিহত ৫ জনের মধ্যে তিন জনের মৃত্যুর খবর কাঠমান্ডু নিশ্চিত করেছে।

সিকিমে একাধিক ভবন ধসে পড়েছে, বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সিকিম মনিপাল বিশ্ব বিদ্যালয় ভবন ধসে পড়েছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের ভূমিকম্প বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী, রোববারের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের সিকিম রাজ্য। উৎপত্তি স্থলে মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৮। এর অবস্থান ছিল ২৭.৭৩০ ডিগ্রি উত্তর ও ৮৮.০৮২ ডিগ্রি পূর্ব অক্ষাংশে। এর গভীরতা ছিল ২০.৭ কিলোমিটার।

উৎপত্তিস্থলটি সিকিমের গাংটক থেকে ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে ১১৯ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিম, নেপালের কাঠমান্ডু থেকে ২৭২ কিলোমিটার পূর্বে এবং কলকাতা থেকে ৫৭২ কিলোমিটার উত্তরে।

সিকিমে সন্ধ্যায় শুরু হওয়া ভূমিকম্পটি পরে লক্ষেèৗ, পাটনা, কলকাতা, রাজধানী নয়াদিল্লি ও এর আশাপাশে অনুভূত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।