লন্ডন: ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল নামে খ্যাত ম্যাগনাকার্টার প্রদর্শনী শুরু হয়েছে। লন্ডনে গিল্ডহল আর্ট গ্যালারিতে রোববার গণতন্ত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ এই আইনি দলিলটির মূল কপি প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
সিটি অব লন্ডন করপোরেশনের ১২৯৭ সালের এই ম্যাগনাকার্টা গিল্ডহল আর্ট গ্যালারির রোমান অ্যাম্ফিথিয়েটারে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
ওই দলিলটিতে রাজা প্রথম অ্যাডওয়ার্ডের সিল রয়েছে। আরও আছে লন্ডনের শেরিফের প্রতি জারি করা রিটের মূল কপি।
এই ম্যাগনাকার্টাটি ১২১৫ সালের ১৫ জুন অনুমোদন দেন পশ্চিম লন্ডনে রুনিমেডের রাজা জন। আর তৎকালীন ইংলিশ আইন হিসেবে গৃহীত হয় ১২৯৭ সালে।
এই দলিলটি আসলে তৎকালীন অজনপ্রিয় রাজা ও তার বিদ্রোহী অভিজাতদের মধ্যে একটি কার্যকর ও শান্তিপূর্ণ চুক্তি। তবে আইনের দৃষ্টিতে সবাই সমান এই নীতিটি সন্নিবেশিত ছিল।
এই আইনের মাধ্যমে রাজার ক্ষমতা হ্রাস করা হয়েছিল এবং বলা হয়েছিল রাজার ইচ্ছা আইনের দ্বারা নিয়ন্ত্রিত হবে।
এর মাধ্যমে রাজা আর একচ্ছত্র ক্ষমতার অধিকারী থাকলেন না।
আইন বিষয়ে এই দলিলটিই পরে অনেক দেশের সংবিধান ও নীতি প্রণয়নের ভিত্তি হিসেবে গৃহীত হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১১