মস্কো: চীনের কনফুসিয়াস শান্তি পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন, রাশিয়ার প্রধানমন্ত্রী ভøাদিমির পুতিন, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল এবং মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
একে চীনের নোবেল শান্তি পুরষ্কার বলা হয়।
এ বছর এই পুরষ্কারের জন্য আরও মনোনীত হয়েছেন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা এবং সাবেক জাতিসংঘ মহাসচিব কফি আনান। চীনের নিউজ পোর্টাল সিনা ডটকম শনিবার এ খবর জানিয়েছে।
এ বছরের জুলাইয়ে বার্লিন ভিত্তিক সংগঠন ভারকস্টাট ডাচল্যান্ড পুতিনকে জনকল্যাণ, আত্মত্যাগ ও জ্ঞান বিকাশের রোল মডেল হিসেবে কাদরিগা পুরষ্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল। পরে ওই সংগঠনটি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে।
রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ পুতিনকে এই পুরষ্কার না দেওয়ায় ওই জার্মান সংগঠনটির ব্যাপক সমালোচনা করেন।
এদিকে, এই পুরষ্কারের ঘোষণা এরই মধ্যে গণমাধ্যম এবং রাজনৈতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আক্রমণের মুখে পড়েছে। মানবাধিকার বিষয়ে পূর্বের রেকর্ড পুতিনকে এই পুরষ্কারের জন্য একজন অযোগ্য প্রার্থী বলে দাবি করে জার্মানির অনেক সুপরিচিত ব্যক্তিত্ব চীনের এই পরিকল্পনার সমালোচনা করেছেন।
১৯৯০ সালে জার্মানির পুনঃএকত্রীকরণের আগে পুতিন পূর্ব জার্মানিতে পাঁচ বছর রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির হয়ে কাজ করেছেন।
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১১