ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিসরে সাধারণ নির্বাচন হতে পারে ২১ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১১

কায়রো: মিসরের সুপ্রিম নির্বাচন কমিশনের বরাত দিয়ে দৈনিক পত্রিকা আল আহরাম জানিয়েছে, নির্বাচন কমিশন ২১ নভেম্বর থেকে সাধারণ নির্বাচনের দিন ধার্য করার জন্য প্রস্তাব করেছে।

সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের ভোট তিন ধাপে অনুষ্ঠিত হবে।

‘পিপলস অ্যাসেম্বলি’  নামে খ্যাত  নিম্নকক্ষের ভোট ২১ নভেম্বর থেকে শুরু হয়ে ২০১২ সালের ৩ জানুয়ারি শেষ হবে। ‘শুরা কাউন্সিল’ নামে পরিচিত উচ্চকক্ষের ভোট গ্রহণ শুরু হবে ২২ জানুয়ারি এবং শেষ হবে ৩ মার্চ।

সেনা নিয়ন্ত্রিত সুপ্রিম কাউন্সিলের ওপর জনতার অসন্তোষের মুখে এই ঘোষণা আসল। নির্বাচিত সরকারে কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য অর্ন্তবর্তী সরকারকে দ্রুত গতিতে কাজ করার দাবিতে জনতা সম্প্রতি বড় আকারে বিক্ষোভ মিছিল করে।

এই বিক্ষোভ থেকে জনতা কায়রোর ইসরায়েলি দূতাবাসে আক্রমণ করলে বিক্ষোভ সহিংস রূপ নেয়।

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির প্রেসিডেন্ট হোসনি মোবারকের ক্ষমতাচ্যুতির পর থেকে দেশটিতে কোন নির্বাচিত সংসদ নেই।

মোবারকের পতনের পরই সংবিধান পুনর্লিখন অথবা সংশোধনের ঘোষণা দিয়ে সেনাশাসিত সুপ্রিম মিলিটারি কাউন্সিল সংসদ ভেঙে দেয়। সংস্কার পরিকল্পনার আওতায়, নতুন সংবিধানের খসড়া প্রণয়নের জন্য পার্লামেন্টকে নির্বাচিত হতে হবে। তারপর প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।