ঢাকা: পাকিস্তানের করাচিতে সোমবার সকালে এক সিনিয়র পুলিশ কর্মকর্তার বাড়ির সামনে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৭ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) স্পেশাল সুপারিনটেন্ডেন্ট চৌধুরী আসলামের বাড়ি লক্ষ করে সকাল সাড়ে ৭ টায় ওই বোমা হামলা চালানো হয়।
এতে ঘটনাস্থলেই ৭ ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে জিও নিউজ চ্যানেল।
হামলার হাত থেকে বেঁচে যাওয়া চৌধুরী আসলাম জানান, নিহতদের মধ্যে তার বাড়ির পাহাদার বেশ কয়েকজন পুলিশ সদস্যও রয়েছে।
তিনি আরও জানান, তেহরিক ই তালিবান পাকিস্তান নামের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে হুমকি পেয়েছিলেন তিনি। তবে তিনি ভাবতে পারেননি এ ধরনের কাপুরুষোচিত হামলার শিকার হবেন তিনি।
হামলার পরই চৌধুরী আসলাম এবং তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে গোপন স্থানে অবস্থান নিয়েছেন।
এদিকে, হামলার দায় কোনও গ্রুপই স্বীকার করেনি। তীব্র বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। বিস্ফোরণে আশপাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তৈরি হয়েছে ৬ মিটার গভীর গর্তের।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে চৌধুরী আসলামের দু’তলা বাড়ি ধ্বংস হয়ে গেছে। ধোঁয়ার কু-লী আকাশে ছড়িয়ে পড়ছে।
নিহত ও আহতদের স্থানীয় জিন্নাহ হাসপাতালে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১১