ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সারতেই গাদ্দাফি বাহিনীর প্রতিরোধের মুখে বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১
সারতেই গাদ্দাফি বাহিনীর প্রতিরোধের মুখে বিদ্রোহীরা

ত্রিপোলি: লিবিয়ার সারতে শহরে গাদ্দাফির অনুগত বাহিনীর প্রতিরোধের মুখে পড়েছে বিদ্রোহীরা। গাদ্দাফি বাহিনীর সেনারা শহরের আনাচে কানাচে লুকিয়ে থেকে স্নাইপার ও ভারী গোলাবর্ষণ করছে।

বুধবার এই প্রতিরোধ যুদ্ধ চলছে।

সারতে গাদ্দাফির  জন্মশহর এবং ক্ষমতাচ্যুত এই স্বৈরশাসকের নিয়ন্ত্রণে থাকা দুটি শহরের মধ্যে একটি। শহরটি এখন লিবিয়ার জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদের (এনটিসি) সেনারা ঘিরে রেখেছে। আর উপর থেকে ন্যাটো বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

এনটিসির যোদ্ধারা অন্য সব শহরের নিয়ন্ত্রণ নিতে গিয়েও গাদ্দাফির অনুগত বাহিনীর প্রতিরোধের মুখে পড়েছে। কিন্তু গত একমাস ধরে চেষ্টা চালিয়েও সারতের পতন ঘটাতে পারেনি তারা।

এনটিসি সূত্রে জানা গেছে, সমন্বয়ের অভাব এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো ডিভিশন না থাকায় সারতে এবং বনি ওয়ালিদের পতন দীর্ঘায়িত হচ্ছে।

সারতেতে যুদ্ধরত একজন কমান্ডার মঙ্গলবার বলেন, শহরের ভেতরে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন। আরও সেনা পাঠানেরা জন্য অনুরোধ করেছেন কিন্তু গাদ্দাফি বিরোধী একটি গ্রুপের নেতা তাতে সম্মত হননি।

অন্তর্বর্তী সরকার অবশ্য দুটি ট্যাঙ্ক এবং ট্রাকে করে আরও সৈন্য পাঠানোর চেষ্টা করছে। ত

সারতে থেকে ২২০ কিলোমিটার দূরের রাস লানুফ হাসপাতালের স্বাস্থ্যকর্মকর্তারা জানিয়েছেন, শহরের পূর্বাঞ্চলের বাহিনীতে যুদ্ধরত বাহিনীর ৬ জন এনটিসি সদস্যের মৃতদেহ তারা পেয়েছেন। আহত অবস্থায় এসেছে ৪৫ জন। আহতদের মধ্যে বেশিরভাগই স্নাইপারের গুলিতে আঘাতপ্রাপ্ত।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।