ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কৃত্রিম পেসমেকারের উদ্ভাবক গ্রেটব্যাচ আর নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১
কৃত্রিম পেসমেকারের উদ্ভাবক গ্রেটব্যাচ আর নেই

নিউইয়র্ক: প্রতিস্থাপনযোগ্য হৃৎপিণ্ডের পেসমেকার উদ্ভাবক উইলসন গ্রেটব্যাচ আর নেই। তিনি নিউইয়র্কের বাফেলোতে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।



মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। গ্রেটব্যাচের জামাই ল্যারি মারসিয়ারিয়েয়ো জানিয়েছেন, সম্প্রতি তার শারীরিক অবস্থা ভাল যাচ্ছিল না।

গ্রেটব্যাচের উদ্ভাবিত পেসমেকারটি মানুষের হৃৎপিণ্ডে প্রথম সফলভাবে প্রতিস্থাপন করা হয় ১৯৬০ সালে। সেই থেকে বিশ্বজুড়ে প্রতিবছর হাজার হাজার মানুষ অকেজো হৃৎপিণ্ডে পেসমেকার প্রতিস্থাপন করে নতুন জীবন পাচ্ছে।

গ্রেটব্যাচ প্রথমে কর্নেল ইউনিভার্সিটিতে তড়িৎ প্রকৌশল বিষয়ে পড়াশুনা করেছেন। পরে ইউনিভার্সিটি অব বাফেলোতেও পড়েছেন এবং একই বিশ্ববিদ্যালয়ে ১৯৫২ সাল থেকে ১৯৫৭ সাল পর্যন্ত প্রকৌশল বিষয়ে অধ্যাপনা করেছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি মার্কিন নেভিতে রেয়ার গানার এবং ডুবুরি বোমারু হিসেবে যুদ্ধ করেছেন। তিনি নেভির রাডার স্কুলেও পড়িয়েছেন।

স্ত্রী এলিয়ানেরারের সঙ্গে তার দাম্পত্য জীবন ৬০ বছরেরও অধিক। তাদের ৫টি সন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।