নিউইয়র্ক: প্রতিস্থাপনযোগ্য হৃৎপিণ্ডের পেসমেকার উদ্ভাবক উইলসন গ্রেটব্যাচ আর নেই। তিনি নিউইয়র্কের বাফেলোতে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। গ্রেটব্যাচের জামাই ল্যারি মারসিয়ারিয়েয়ো জানিয়েছেন, সম্প্রতি তার শারীরিক অবস্থা ভাল যাচ্ছিল না।
গ্রেটব্যাচের উদ্ভাবিত পেসমেকারটি মানুষের হৃৎপিণ্ডে প্রথম সফলভাবে প্রতিস্থাপন করা হয় ১৯৬০ সালে। সেই থেকে বিশ্বজুড়ে প্রতিবছর হাজার হাজার মানুষ অকেজো হৃৎপিণ্ডে পেসমেকার প্রতিস্থাপন করে নতুন জীবন পাচ্ছে।
গ্রেটব্যাচ প্রথমে কর্নেল ইউনিভার্সিটিতে তড়িৎ প্রকৌশল বিষয়ে পড়াশুনা করেছেন। পরে ইউনিভার্সিটি অব বাফেলোতেও পড়েছেন এবং একই বিশ্ববিদ্যালয়ে ১৯৫২ সাল থেকে ১৯৫৭ সাল পর্যন্ত প্রকৌশল বিষয়ে অধ্যাপনা করেছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি মার্কিন নেভিতে রেয়ার গানার এবং ডুবুরি বোমারু হিসেবে যুদ্ধ করেছেন। তিনি নেভির রাডার স্কুলেও পড়িয়েছেন।
স্ত্রী এলিয়ানেরারের সঙ্গে তার দাম্পত্য জীবন ৬০ বছরেরও অধিক। তাদের ৫টি সন্তান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১