পোর্ট মোসাবি: পাপুয়া নিউগিনির পাহাড়ে জাতিগত সংঘর্ষে কমপক্ষে ১৫জন নিহত হয়েছে। পুলিশ এ তথ্য জানিয়েছে।
ইস্টার্ন হাইল্যান্ড প্রদেশের কাইনানতু শহরে আগারাবি এবং কামানো আদিবাসীদের মধ্যে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, সংঘর্ষে বন্দুক এবং ছুরি ব্যবহৃত হয়েছে। একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
আরও সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
আঞ্চলিক পুলিশ কমিশনার সিমোন কায়াবা রেডিও অস্ট্রেলিয়াকে জানান, ‘এই ঘটনা প্রত্যেককে অবাক করেছে। প্রথমবারের মত আমরা এরকম গণহত্যার ঘটনা দেখলাম। আমরা বুঝতে পারিনাই এরকম ঘটনা ঘটতে পারে। ’
পাপুয়া নিউগিনির পোস্ট কুরিয়ার সংবাপত্রের উদ্ধতি দিয়ে তিনি বলেন, শহরের আইন-শৃঙ্খলা বিনষ্টের জন্য আগারাবি কামানোদের দায়ী করছে।
বানানা ব্লক নামে পরিচিত একটি আগারাবি গ্রুপ কামানো বসতি লক্ষ্য করে হামলা চালালে শুক্রবার এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদদাতারা বলছেন, নিহতদের মধ্যে ১৪ জনই কামানো জনগোষ্ঠীর। যে বাড়িটি জ্বালিয়ে দেওয়া হয়েছে সেটিও কামানো জনগোষ্ঠীর।
পাপুয়া নিউগিনিতে ৮০০টির বেশি ভাষা রয়েছে। এসব জনগোষ্ঠীর মধ্যে তীব্র জাত্যাভিমান বিদ্যমান।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১১