ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরতের রাস্তায় চলছে ভয়াবহ সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১১
সিরতের রাস্তায় চলছে ভয়াবহ সংঘর্ষ

সিরত: লিবিয়ার শহর সিরতে দ্বিতীয় দিনের মতো ভয়াবহ সংঘর্ষ চলছে। লিবিয়ার বিদ্রোহীরা গাদ্দাফির জন্মশহরের চতুর্দিক ঘিরে ফেললেও শহরের কেন্দ্রস্থল এখনও দখল করতে পারেনি।

প্রতিনিয়তই গাদ্দাফির অনুগত বাহিনীর প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে তাদের।

শহরটিতে এখনও কয়েক হাজার বাসিন্দা আটক অবস্থায় আছেন।
 
এদিকে এনটিসি’র নেতারা বলছেন, ‘যদি সিরতের সম্পূর্ণ দখল নেওয়া যায় তাহলে তারা স্বাধীনতার ঘোষণা দেবেন। যদি গাদ্দাফি ধরা নাও পড়ে তাহলেও।

এনটিসি’র (জাতীয় অন্তর্বর্তী পরিষদ) চেয়ারম্যান মুস্তফা আবদেল জলিল বলেন, ‘সিরতে ভয়াবহ সংঘর্ষ হচ্ছে। আমাদের সৈন্যরা গাদ্দাফি অনুগতদের স্নাইপারের গুলির মুখোমুখি হচ্ছে। তারা শহরের বিভিন্ন স্থানে লুকিয়ে আমাদের উদ্দেশ্যে গুলি করছে। ’

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী লিয়াম ফক্স শনিবার লিবিয়া পরিদর্শনে ন্যাটোর অব্যাহত অভিযান চালানোর পক্ষে বক্তব্য দিয়ে বলেন, ‘যতদিন পর্যন্ত গাদ্দাফির অনুগতরা লিবিয়ার মানুষের জন্য হুমকি হয়ে থাকবে ততদিন পর্যন্ত ন্যাটো লিবিয়াতে অভিযান চালাবে। ’

তিনি আরও বলেন, ‘যারা এখনও গাদ্দাফির হয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তাদের উদ্দেশে বলতে চাই, খেলা শেষ হয়ে গেছে। লিবিয়ার জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে। ’

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।