বুজুমবুরা: বুরুন্ডির রাজধানী বুজুমবুরার নিকটে একটি জনবহুল পানশালায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি করলে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা সোমবার এ তথ্য জানিয়েছেন।
গাতুম্বা এলাকায় সংঘটিত ওই সহিংস ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বুরুন্ডির সর্বশেষ বিদ্রোহী গ্রুপটি ২০০৯ সালে অস্ত্র সমর্পণ করে। তবে এর পরও ছোটখাটো সংঘর্ষ সব সময় লেগেই আছে।
দেশটিতে ২০১০ সালে বিতর্কিত জাতীয় নির্বাচনের পর এটাই সবচেয়ে নৃশংস হামলা।
নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনার পর সাবেক বিদ্রোহী নেতা আগাথন রোওয়াসা প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করেন এবং দেশ ছেড়ে পালিয়ে যান।
এই হামলার জন্য সরকার দস্যুদের দায়ী করলেও সংবাদদাতারা বলছেন, দেশে নতুন কয়েকটি বিদ্রোহী গ্রুপের আবির্ভাব ঘটেছে।
হামলায় বেঁচে যাওয়া একজন জানান, ‘ডজনখানেক লোক যাদের অনেকেরই সামরিক পোশাক পরিহিত ছিলেন। কালাশিনভ (রাইফেলস) এবং গ্রেনেড নিয়ে বারে ঢুকে পড়ে। বন্দুকধারীরা সবাইকে শুয়ে পড়তে বলে এবং তারপরই তারা গুলি ছোড়ে। ’
হাসপাতালে কর্মরত লিওনার্ড নামের একজন চিকিৎসক জানান, তিনি যে হাসপাতালে আছেন সেখানে আহত লোকে ভর্তি। তিনি জানান, আহতদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার মতো হাসপাতালে পর্যাপ্ত রক্ত, সরঞ্জামাদি এবং ওষুধ নেই।
১২ বছরের গৃহযুদ্ধে বুরুন্ডিতে সংখ্যালঘু তুতসি নিয়ন্ত্রিত সেনা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী হুতু বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ৩০ হাজারের মত লোক প্রাণ হারিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১১