প্যারিস: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস কান বলেছেন, নিউইয়র্ক হোটেল পরিচারিকার সঙ্গে তার যৌন কেলেংকারির ঘটনাটি তার পক্ষ থেকে একটা ‘নৈতিক পরাজয়’।
ধর্ষণের অভিযোগে গত মে মাসে নিউইয়র্কে আটক হওয়ার পর প্রথম সাক্ষাতকারে ফ্রান্সের টিএফআই টেলিভিশনকে স্ত্রস কান সেদিনে ঘটনার বিস্তারিত জানিয়েছেন।
তিনি বলেন, ‘ওটা শুধু একটা অনুপযুক্ত সম্পর্কই ছিল না বরং তার চেয়েও বেশি কিছু। ওটা আসলে একটা ভুলই ছিল। ’
তবে ওই ঘটনার সঙ্গে কোন সহিংসতা, চাপ প্রয়োগ বা আগ্রাসী মনোভাবের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন আইএমএফ সাবেক প্রধান।
ওই ধর্ষণ মামলাটির আগে পর্যন্ত স্ত্রস কানকে ফ্রান্সে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হত। ফ্রাসের সোসালিস্ট পার্টির এ রাজনীতিক বলেন, ‘এটা ছিল একটা ব্যর্থতা, আমার স্ত্রী, ছেলে-মেয়ে এবং বন্ধু-বান্ধবদের সামনে একটা চরম ব্যর্থতা সর্বোপরি ফ্রান্সের জনগণের সামনে একটা ব্যর্থতা যারা আমার মধ্যে একটা পরিবর্তন দেখতে চেয়েছিলেন। ’
স্ত্রস কানের এই সাক্ষাতকারটি নেন তার স্ত্রীর এক বন্ধু। সাক্ষাতকারের সময় তাকে খুব স্বাভাবিক ও সম্ভাব্য প্রশ্নের ব্যাপারে বেশ প্রস্তুত বলেই মনে হচ্ছিল।
২০ মিনিটের ওই সাক্ষাতকারের শুরুতেই কানকে সব ঘটনার জন্য বেশ অনুতপ্ত বলেই মনে হচ্ছিল। তিনি বলেন, ‘আমি মনে করি এটা ছিল আমার নৈতিক পরাজয় আর আমি এর জন্য মোটেও গর্বিত নই। এর জন্য আমি খুবই আক্ষেপ করি। গত চার মাসের প্রতিটা দিন আমি অনুশোচনায় জ্বলেছি। ’
ঘটনার পরপর কিন্তু কান এরকম অনুশোচনার সুরে কথা বলেননি। উল্টো তিনি গিনির ওই অভিবাসী পরিচারিকাকেই মিথ্যাবাদী বলেছেন। ওই নারী অভিযোগ করেছিলেন, নিউইয়র্কের সোফিটেল হোটেলের কক্ষে ঢুকার পরেই উলঙ্গ কান তার ওপর ঝাঁপিয়ে পড়েন।
তবে কান বলছেন, ‘নিউইয়র্কে কৌসুঁলিরা বলেছেন, নাফিসাতু যা বলেছে তার সব মিথ্যা, এমনকি তার বর্ণিত অতীতও মিথ্যা যা গুরুত্বহীন। ’
‘কৌসুঁলির রিপোর্টে লেখা আছে, হোটেলে যা ঘটেছিল তার কয়েকটি আলাদা বর্ণনা দিয়েছেন নাফিসাতু। যার একটি শব্দও বিশ্বাসযোগ্য নয়। ’
কান দাবি করেন, নাফিসাতুর ওই অভিযোগের সঙ্গে অর্থ প্রাপ্তির অভিসন্ধি থাকতে পারে। একই সঙ্গে ফরাসি লেখক স্ত্রিসতান বানোনের করা ধর্ষণের অভিযোগও অস্বীকার করেছেন স্ত্রস কান।
বানোনের অভিযোগ ২০০৩ সালে একটি সাক্ষাতকার নিতে গেলে কান তাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন।
তবে এই অভিযোগে যদি ফ্রান্সের কৌসুঁলিরা মামলা চালিয়ে নিতে চান তাহলে কানকে আবারও বিচারের মুখোমুখি হতে হবে।
উল্লেখ্য, নাফিসাতুর করা সব অভিযোগ গত মাসে প্রত্যাহার করেছেন নিউইয়র্কের কৌসুঁলিরা। অবশ্য এখনও তাকে ওই পরিচারিকার করা দেওয়ানি মামলার মুখোমুখি হতে হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১১