ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে: ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১১
হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে: ক্লিনটন

নিউইয়র্ক: গত সপ্তাহে আফগানিস্তানের কাবুলে ন্যাটোর প্রধান কার্যালয় এবং মার্কিন দূতাবাসে হামলার পর ওবামা প্রশাসন জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে চাপ দিচ্ছে।

এছাড়া, হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তার পাকিস্তানি প্রতিপক্ষ হিনা রাব্বানি খার সঙ্গে এক বৈঠকে বলেন, ‘পাকিস্তান ভূখ-ের তৎপর তালেবানের সঙ্গে সম্পর্কিত জঙ্গিদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। ’ 

তিনি জানান, হাক্কানি নেটওয়ার্ক পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র উভয় দেশের জন্যই হুমকি- এবারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার তার সঙ্গে একমত হয়েছেন।

মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে ক্লিনটন-হিনার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানান।

এর আগে ইসলামাবাদে মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তান সরকারের সঙ্গে জঙ্গি নেটওয়ার্কের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। মার্কিন রাষ্ট্রদূতের ওই অভিযোগের একদিন পরই রোববার নিইউয়র্কে হিলারি ক্লিনটন হিনা রাব্বানি খার সঙ্গে বৈঠক করেন।

কর্মকর্তারা বলেন, হিনা এবং হিলারির মধ্যে সাড়ে তিন ঘণ্টার ওই বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবেলার বিষয় নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।