তেলআবিব: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহু ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন।
আব্বাস এর আগে বলেছিলেন তিনি নেতা নিয়াহুর সঙ্গে আলোচনায় বসতে চান।
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ফিলিস্তিনের রাষ্ট্র হিসেবে জাতিসংঘে প্রস্তাব তোলার বিরোধী এবং এ নিয়ে তাদের মধ্যে কূটনৈতিক টানাপোড়ন চলছে। ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা এক বছর আগে ভেঙে গেছে।
ফিলিস্তিনিরা ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী তাদের রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতি চায়। যদি তাই হয় তাহলে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র কেবল আলোচনার মাধ্যমেই প্রতিষ্ঠা সম্ভব এই যুক্তিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব তোলার বিরোধী।
আব্বাস বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে লিখিত আবেদনের পর তিনি আগামী শুক্রবার এই প্রস্তাব তুলবেন।
বান কি মুন যদি এটা অনুমোদন করেন তাহলে নিরাপত্তা পরিষদ এটা পরীক্ষা করে দেখবে এবং এ বিষয়ের উপর ভোট হবে।
১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের মধ্যে যদি নয়টি সদস্য দেশ এই প্রস্তাব সমর্থন করে এবং নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ যদি ভেটো না দেয় তাহলে এই প্রস্তাব পাস হবে।
যুক্তরাষ্ট্র আগেই জানিয়েছে তারা এই প্রস্তাবে ভেটো দেবে। এক্ষেত্রে আব্বাস জাতিসংঘ সাধারণ পরিষদে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা বাড়ানোর আবেদন করতে পারেন।
বিশ্লেষকরা বলছেন, নেতা নিয়াহু আব্বাসকে জাতিসংঘে প্রস্তাব না তুলতে অনুরোধ করবেন।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১১