লিমা: পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলের জঙ্গলে ১,০০০ কিশোরি অবৈধ খনি ক্যাম্পের কারণে যৌন নির্যাতনের শিকার হয়েছে। সেভ দ্য চিলড্রেনের উদ্ধৃতি দিয়ে একটি দৈনিক পত্রিকা এল কমারসিও সোমবার এ খবর জানিয়েছে।
এল কমারসিয়োর খবরে বলা হয়, মাদ্রি ডি ডিয়োস অঞ্চলে অবৈধ সোনার খনির কারণে তথাকথিত ‘পানশালা এবং পতিতালয়’ গড়ে ওঠেছে। মহাসড়কের সঙ্গে সংযোগ থাকায় ওসব পানশালায় পতিতাবৃত্তি ছাড়াও অন্যান্য অসামাজিক কাজকর্ম চলছিলো।
পুলিশ ওই অঞ্চলে পরিচ্ছন্নতা অভিযান চালালে এই পানশালা কাম পতিতালয় খুঁজে পায় এবং ২০টি কিশোরি মেয়েকে উদ্ধার করে।
মাদ্রি ডি ডিয়োস অঞ্চলের পুলিশ প্রধান মিগুয়েল ফারনান্দো নাভারতি জানান, কাজকো এবং পুনো অঞ্চল থেকে দালালের মাধ্যমে এসব অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরকে এখানে আনা হয়। এর সঙ্গে মহিলা মালিক এবং প্রশাসকরাও জড়িত। গৃহপরিচারিকা এবং দোকানে কাজ দেওয়ার কথা বলে এদেরকে আনা হয়। কিন্তু পরে জোর করে পানশালায় পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়।
পেরুর সেভ দ্য চিলড্রেনের মুখপাত্র তেরেসা কারপিও গত সপ্তাহে ওই অঞ্চলের কয়েকটি খনি ক্যাম্প পরিদর্শন করেছেন। এখানে যেসব মেয়েদের আনা হয়েছে তাদের বেশিরভাগই এত অপ্রাপ্তবয়স্ক যে তারা কোন কাজই করতে পারেনা।
তিনি ঐসব ক্যাম্পের প্রশাসকদের সঙ্গে কথা বলে খুবই অবাক হয়েছেন। কারণ এটা যে মানব পাচার কিংবা অপহরণ সেটা তারা মানতেই চাননি। তারা মনে করেন এটা খুবই স্বাভাবিক একটা বিষয়।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১১