বেইজিং: দীর্ঘ এক দশক পর সম্প্রতি আবারও পোলিও রোগ ধরা পড়েছে চীনে। পাকিস্তানে এই রোগ প্রায় মহামারি আকারে এখনও বিদ্যমান।
সংস্থাটি জানিয়েছে, পোলিও জীবাণুর ডব্লিউপিভি-১ ক্যাটাগরি চীনে সনাক্ত করা হয়েছে। এই ধরনের জীবাণু বংশানুক্রমে ছড়িয়ে পড়তে পারে যার প্রাদুর্ভাব বর্তমানে পাকিস্তানে রয়েছে।
পাকিস্তান সীমান্তে জিনজিয়াং প্রদেশে কমপক্ষে সাতজন রোগী সনাক্ত করা হয়েছে। এ কারণে ধারণা করা হচ্ছে পার্শ্ববর্তী পাকিস্তান থেকে কোনভাবে এই জীবাণু স্থানান্তরিত হয়েছে।
ডব্লিউএইচও আসন্ন হজের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। কারণ মক্কায় হজ্জ পালন করতে যাওয়া বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সংস্পর্শে আসার কারণে পোলিও ভাইরাস আরও ভয়াবহ আকারে ছড়িয়ে পরার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, পোলিও একটি ভাইরাসজনিত রোগ। এটি অতি উচ্চ মাত্রার সংক্রামক এবং আক্রান্তের স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। এমনকি এর সংক্রমণে প্যারালাইসিসও হতে পারে।
এই ভাইরাস দূষিত খাবার, পানীয় জল এবং মলের মাধ্যমে ছড়িয়ে পরতে পারে।
চীন কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। সেই সঙ্গে ওই অঞ্চলে ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
চীনে পোলিও রোগের ভাইরাস সর্বশেষ আসে ১৯৯৯ সালে ভারত থেকে। আর স্থানীয়ভাবে পোলিও রোগ ধরা পড়ে সর্বশেষ ১৯৯৪ সালে।
অনেক দুর্গম এলাকায় টিকাদন কর্মসূচি নিয়ে পৌঁছানো সম্ভব না হওয়ায় পাকিস্তানে পোলিও রোগ এখনও মহামারির আকারে রয়েছে। আর এ কারণে পূর্বে অনাক্রান্ত দেশগুলোতে পোলিও ছড়িয়ে পড়ার আশংকা করছে ডব্লিউএইচও।
প্রসঙ্গত, বিশ শতকে পশ্চিম গোলার্ধের (উত্তর ও দক্ষিণ আমেরিকা) দেশগুলোতে পোলিও রোগ নির্মূল ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১১