নয়াদিল্লি: খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য এই তিনটি মৌলিক চাহিদা পূরণের জন্য ভারতের গ্রামীণ মানুষের মাথাপিছু দৈনিক আয় মাত্র ৩২ রুপি বা অর্ধ ডলার হলেই যথেষ্ট। ভারতের পরিকল্পনা কমিশন দেশটিতে গরীবের সংগা নির্ধারণে এই পর্যবেক্ষণ দিয়েছে।
তবে সমালোচকরা বলছেন, কমিশনের নির্ধারিত এই সীমা অত্যন্ত অল্প। কৃত্রিমভাবে দেশের গরীবের সংখ্যা কমানোর লক্ষ্যেই এমন সীমা নির্ধারণ করা হয়েছে বলে তাদের মন্তব্য।
অবশ্য, ভারতে গরীব মানুষের সঠিক সংখ্যা নির্ধারণে সরকারি-বেসরকারি হিসাবে অনেক ভিন্নতা দেখা যায়। সরকারি হিসাবে একশ ১২ কোটি মানুষের মধ্যে ৩৭ শতাংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। অপর একটি বেসরকারি হিসাবে দাবি করা হয়, প্রকৃত পরিমাণ ৭৭ শতাংশরও বেশি হবে।
পরিকল্পনা কমিশন ভারতের সুপ্রিম কোর্টকে জানায়, ভারতের গ্রাম এলাকায় একজনের মৌলিক চাহিদা মেটাতে প্রতিদিন ২৫ রুপি যথেষ্ট। আর শহরাঞ্চলে দৈনিক আয় ৩২ রুপিই যথেষ্ট।
ভারত বর্তমানে মূল্যস্ফিতি সমস্যায় ভুগছে। গত তেরো মাসে দেশটিতে মুল্যস্ফিতি বেড়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ।
একারণে অনেক বিশেষজ্ঞই বলছেন, কমিশনের নির্ধারিত আয় সীমা খুবই কম হয়ে গেছে।
এ ব্যাপারে প্রখ্যাত সমাজকর্মী অরুণা রায় দ্য হিন্দু পত্রিকাকে বলেন, ‘ব্যয়ের হিসাব এতো বেশি কমিয়ে দেখানোর উদ্দেশ্য হলো দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা কমিয়ে দেখানো এবং গরীবের জন্য সরকারের ব্যয় কমানো। ’
তবে এ দাবি নাকচ করে পরিকল্পনা কমিশন আদালতকে বলেছে, ৩৬ কোটি ভারতীয়কে বর্তমানে সরকারি মালিকানার বিক্রয়কেন্দ্রের মাধ্যমে খাবার ও জ্বালানি তেলের রেশন দেওয়া হয়।
অপরদিকে, গত মে মাসে প্রকাশিত বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়, দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে ভারত সরকারের উদ্যোগ কাজে আসছে না। তাদের এই কর্মসূচি ঘুষ, দুর্নীতি ও খারাপ প্রশাসনের জালে পড়ে ভেস্তে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১১